সুস্থ ধারার সংস্কৃতি হোক,মানবিক সমাজ বির্নিমানের হাতিয়ার এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার শাপলা শালুক সংগঠনের আযোজনে চলছে তিনদিনব্যাপি নাট্য উৎসব। গতকাল সোমবার রাতে উপজেলার তুষভান্ডার রমণীমোহন মেমোরিয়াল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে তিনদিনব্যাপি নাট্য উৎসবের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা।শাপলা শালুক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোর্শেদ জামিল মুন্নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত ) এরশাদ হোসেন,কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি,উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান লাডলা,উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়।এসময় অন্যানের মধ্যে শাপলা শালুক সংগঠনের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বাবু,বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর,সদস্য সচিব কুদরত-ই- মেহেরবান মিঠু বক্তব্য রাখেন। আগামীকাল বুধবার রাতে নাট্য উৎসবের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।