লালমনিরহাটে বিশিষ্ট সমাজ সেবক,বীর মুক্তিযোদ্ধা ‘কমরেড চিত্ত রঞ্জন দেব’ এর ৩৭তম মৃত্যুবাষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার রাতে লালমনিরহাট শহরের সাপাটানা এলাকায় নিজ বাসায় স্মরণ সভা উপলক্ষে আলোচনা সভায় প্রধান প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা শাহাদাৎ হোসেন। গৌর গোপাল সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন(অব:) আজিজুল হক বীরপ্রতিক, লালমনিরহাট সদর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু,জেলা আলীগের সহ সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,সিপিবির জেলা কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম। এসময় অন্যানের মধ্যে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,হাফিজ ফেরদৌস স্বপন,জয়ন্ত কুমার রায়,অ্যাডভোকেট ময়নুল ইসলাম,অ্যাডভোকেট ময়জুল ইসলাম,তপন কুমার রায়,ডা.জাকিউল ইসলাম ফারুকীসহ সমাজের বিভিন্ন পযায়ের ব্যাক্তিবগ বক্তব্য রাখেন।পরে দরিদ্র-অসহায় দুইশ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ৩শ জনের মাঝে খাবার বিতরন করা হয়।