লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় রুপি জব্দ করেছে বিজিবি
লালমনিরহাট প্রতিনিধি
-
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
-
১০৫
বার পড়া হয়েছে
বর্ডার গার্ড অব বাংলাদেশ(বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)র সিংগীমারী বিওপির টহলদল আজ মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী সিংগীমারী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। টহল চলাকালীন সীমান্ত শূন্য লাইনের আনুমানিক ১শ’গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী গ্রামে তল্লাশি ও খোঁজাখুঁজির এক পর্যায়ে মাটির গর্তে লুকায়িত অবস্থায় ২১,২৫,৫০০ (একুশ লক্ষ পঁচিশ হাজার পাঁচশত) ভারতীয় রুপি উদ্ধার করে। উদ্ধারকৃত রুপির মুদ্রামান বাংলাদেশী মুদ্রায় প্রায়-২৮,০৫,৬৬০/- (আঠাশ লক্ষ পাঁচ হাজার ছয়শত ষাট) টাকা।
এ ব্যাপারে পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় জিডি করেছে বিজিবি। উদ্ধারকৃত ভারতীয় রুপি লালমনিরহাট ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন -২এর ৬১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ টি শেয়ার করুন
এ বিভাগের আরো সংবাদ