বুড়িচংয়ে মা-বাবার সাথে অভিমান করে গলায় ফাঁশ দিয়ে যুবকের মৃত্যু

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল
ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামে পুকুরের পাড় একটি আম গাছে ঝুলছে এক যুবকের লাশ।
স্থানীয় ভাবে জানা যায়; জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের নতুন বাড়ির আলমগীর হোসেনের দ্বিতীয় ছেলে সাইদুল হোসেন (১৮) এর লাশ শক্রবার ভোরে বাড়ির পার্শ্বে একটি আমগাছের সাথে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এই যুবকের লাশ ঝুলে থাকে সকাল ১১: ৪০মিনিট পর্যস্ত।খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ যুবকের লাশ উদ্ধার করে।
নিহত সাইদুল হোসেন বৃহস্পতিবার রাতে মা-বাবার সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার পরিবার জানান। তাঁর হাতে একাধিক দাগ রয়েছে। এ বিষয়ে বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক জানান; আমরা ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থল এস আই মোয়েজ্জেম’কে পাঠানো হয়েছে।
« আফিলগেট বাইপাস সড়কে পড়ে থাকা লাশের পরিচয় পাওয়া গেছে (Previous News)
(Next News) মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশী নিহত »