আসন্ন বাজেটে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট সহ রংপুর বিভাগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১১:০৫ মিনিট পর্যন্ত যে যেখানে সেখানেই দাঁড়িয়ে পাঁচ মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করলো তিস্তা বাচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজার সামনে স্তব্ধ রংপুর কমসুচির আগে সকাল সাড়ে ১০টায় টোল প্লাজার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তিস্তা বাচাঁ নদী বাঁচাও সংগ্রাম পরিষদের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে সভায় পরিষদের সহ সভাপতি মাখন লাল দাস, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক , জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি, সাংবাদিক আনিছুর রহমান লাডলা, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান,সাংবাদিক আব্দুর রব সুজন,মাইদুল ইসলাম,আপেল সরকার,জামাল উদ্দিন,তাহিয়াতুল হাবিব মৃদুল বক্তব্য রাখেন।পরে তিস্তা সড়ক সেতুর পোল প্লাজার সামনে ৫মিনিটের স্তব্ধ কমসুচি পালন করা হয়।এসময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।এই কমসুচি জেলার খুনিয়াগাছ, আদিতমারী,ভোটমারী,হাতীবান্ধা ও পাটগ্রামে পালন করা হয়।