বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ এ ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল অংশগ্রহণ উপলক্ষে লালমনিরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়াম কনফারেন্স রুমে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সভাপতি,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সহ-সভাপতি আবু জাহেদ ভুট্টু, রবিউল ইসলাম আউয়াল, সাধারণ সম্পাদক মুহিন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী খান মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ চৌধুরী, কোষাধ্যক্ষ মাহবুবার রহমান মাহবুব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হোরায়রা আল শিহাবসহ ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের অধিনায়ক মাহবুবার রহমান বলেন,বাংলাদেশের উত্তরের পশ্চাৎপদ জেলা লালমনিরহাট। সেই জেলার কিছু নিস্বার্থবান মানুষের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে ‘ইউনাইটেড গোল্ডেন সিজিটেন ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতিবন্ধী ব্যক্তিদের চিত্তবিনোদনের জন্য ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন, এমপির সহায়তায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশে এবারই প্রথম প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য “ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩” আয়োজন হতে যাচ্ছে। এই টুর্নামেন্ট চলতি মাসের ৬ মে ২০২৩ থেকে ১৭ মে ২০২৩ পর্যন্ত ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে সারা দেশের ১০টি দল অংশগ্রহণ করবে। সেখানে ইউনাইটেড গোল্ডেন সিজিটেন ফাউন্ডেশনের পরিচালনায় “ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল” অংশগ্রহণ করতে যাচ্ছে।