লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। শনিবার দুপুরে স্কুলের সামনের রাস্তায় এসব কর্মসূচি পালিত হয়।
পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্য নূর বক্তের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চার সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম গোপনে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে সভাপতি নির্বাচিত করেছেন। যুবলীগ নেতা ও সাবেক বিজিবি সদস্য শফিকুল ইসলামকে সভাপতির পদ থেকে অবিলম্বে প্রত্যাহার করে সকল সদস্যের সম্মতিতে সভাপতি নির্বাচনের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে পাচমাথা বাজারে বিক্ষোভ করে তারা।
এ বিষয়ে পরিচালনা পর্ষদের সভাপতি যুবলীগ নেতা শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল ও পরে ক্ষুদে বার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, বিধি মোতাবেক সভাপতি নির্বাচন করা হয়েছে। তারা অহেতুক আন্দোলন করছেন।