বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন ওলামা লীগ সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ ফারুকী

নিজস্ব প্রতিবেদক : উমরাহ হজ্জ পালন শেষে আজ বুধবার সকালে রাজৈর থেকে গোপালগঞ্জের টুংগীপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যান বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ডাঃ হাফেজ মাওঃ ওবায়দুল্লাহ ফারুকী।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মৃত্যুঞ্জয়ী পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও দুই বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
কবর জিয়ারতে তার সাথে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা ওলামা কল্যাণ পরিষদের সূরা সদস্য হাফেজ মাওঃ মোঃ আবু সালেহ ছালেনুর, মোঃ ফরহাদ হোসেন, ওবায়দুর রহমান বাঘা ও কিউটিভির মাদারীপুর জেলা প্রতিনিধি আকাশ আহম্মেদ সোহেল প্রমুখ।
সৌদি আরব থেকে ১২ এপ্রিল সন্ধ্যায় হজ্জ পালন শেষ করে বাংলাদেশে আসেন ওবায়দুল্লাহ ফারুকী।