বরিশালের মীরগঞ্জ খেয়াঘাট সর্বোচ্চ দরদাতাকে বুঝিয়ে দিতে নোটিশ দিয়েছে বাবুগঞ্জ সহকারী জজ আদালত

বরিশালের মীরগঞ্জ খেয়াঘাট সর্বোচ্চ দরদাতাকে বুঝিয়ে দিতে নোটিশ দিয়েছে বাবুগঞ্জ সহকারী জজ আদালত গতকাল (১০জুন) সোমবার মীরগঞ্জ খেয়াঘাট সর্বোচ্চ দরদাতাকে বুঝিয়ে দিতে কারন দর্শানো নোটিশ দিয়েছে বাবুগঞ্জ সহকারী জজ আদালত
বরিশাল জেলা পরিষদের নিয়ন্ত্রানাধীন মীরগঞ্জ খেয়াঘাট সর্বোচ্চ দরদাতাকে বুঝিয়ে দিতে কারন দর্শানো নোটিশ দিয়েছে বাবুগঞ্জ সহকারী জজ আদালত। সর্বোচ্চা দরদাতা মোঃ আলমগীর হোসেনের দায়েরকৃত মামলার গতকাল শুনানী শেষে আদালতের বিচারক তাররাহুম আহম্মেদ আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে এ নোটিশ প্রদান করেন। আদালদ সুত্রে জানা গেছে জেলা পরিষদের মীরগঞ্জ খেয়াঘাটের ৬ষ্ঠাবার পর্যন্ত দরপত্র আহ্বান করা সত্ত্বেও সম্ভাব্য মূল্য দরপত্র পাওয়া যায়নি। পরবর্তীতে ৭ ম বার ৭৮ লাখ ৫০ হাজার টাকা এর দ্বিতীয় দরদাতা ৬৬ লাখ টাকা টেন্ডার পাওয়ার জন্য আবেদন করেন। অথচ জেলা পরিষদের নথিতে শেষবার ইজারার কথা থাকলেও এবং নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে বুঝিয়ে না দেয়ায় গত ২৮ মে বিজ্ঞ বাবুগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে বিচারক গতকাল সোমবার শুনানী শেষে সর্বোচ্চ ইজারাদারকে খেয়াঘাট কেন দেয়া হচ্ছেনা এই মর্মে ৭ কার্য দিবসের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারন দর্শানো নোটিশ প্রধান করেন।
« বাগেরহাটে ২৩ বছর পরে মুক্তি পাওয়া নারী বন্দিকে সেলাই মেশিন প্রদান (Previous News)
(Next News) শিরোমণি কেডিএ আবাসিক এলাকা থেকে হাতেনাতে ছিনতাইকারী আটক »