বাগেরহাটে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে পানিতে ডুবে তাসলিয় (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রীর করুন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সন্ন্যাসী খালে গোসল করতে নেমে তাসলিয়া পা ফসকে পানিতে ডুবে যায়। নিহত তাসলিয়া খুলনার আহম্মদিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিল। গত তিন দিন পূর্বে তাসলিয়া নানা বাড়ী উপজেলার সন্ন্যাসী বাজার সংলগ্ন মৃত মাওলানা আব্দুস সালাম হাওলাদারের বাড়ী বেড়াতে আসে। তাসলিয়ার বাবার নাম মাওলানা হারুন আর রশিদ।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ন্যাসী খালে আধা ঘন্টা অভিযান চালিয়ে তাসলিয়ার মরদেহ উদ্ধার করে।
খাউরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী মাষ্টার আবুল খায়ের হাওলাদার জানান, দুপুরে মামাতো বোনদের সাথে তাসলিয়াও বাড়ী সংলগ্ন সন্ন্যাসী খালে গোসল করতে নামে। তাসলিয়া সাতার না জানায় সে পা ফসকে পানিতে ডুবে যায়। স্থানীয়রা খোজাখুজি করে না পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।