লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুগাপুরে ১৬ বছরের কিশোরী থেকে ছেলেতে রুপান্তরিত হয়েছেন ৮ম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থী। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় তাকে দেখতে দূর দুরান্ত থেকে এসে ভীড় করছেন অনেকেই। আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারি এলাকায় এ ঘটনা ঘটে। আগে তার নাম খাদিজা খাতুন জান্নাতি থাকলেও নতুন নাম রাখা হয়েছে ইউসুফ আলী। তিনি স্থানীয় শটিবাড়ী দাখিল মাদরাসার অষ্টম শিক্ষার্থী ও ওই এলাকার কামরুজ্জামানের দুই ছেলে দুই মেয়ের মধ্যে তিনি তৃতীয় ছিলেন।
সরেজমিনে জানা যায়, কৃষক কামরুজ্জামানের আট ছেলে মেয়ের মধ্যে চার ছেলেমেয়ে ছোট বেলায় মারা যায়। বড় মেয়ের বিয়ে দিলেও ছোট মেয়ে স্থানীয় মাদরাসায় পড়াশুনা করতো। গত কয়েক মাস থেকে তার শারীরিক পরিবর্তন শুরু হলেও সেটি গোপন রেখে ১৫/২০ দিন আগে ঢাকায় কর্মরত তার চাচার কাছে যায় খাদিজা। সেখানে বিভিন মাজার ও মসজিদে পরিদর্শন করে। হঠাৎ মেয়ে থেকে তার লিঙ্গ পরিবর্তন হয়ে ছেলে হলে চাচি ও চাচাকে জানায়। তারাও লিঙ্গ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হলে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে দুর্গাপুরে আসে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে অনেকেই ছুটে আসতে শুরু করে।
রূপান্তরিত ইউসুফ আলীর বাবা কামরুজ্জামান বলেন, এক মাস ধরে খাদিজার কণ্ঠ ও দৈহিক গঠনে বেশ পরিবর্তন ঘটতে থাকে। গত সপ্তাহে সেগুলো পুরোপুরি পুরুষে রূপান্তরিত হওয়ায় পারিবারিকভাবে তাকে পরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি। তাই তার নাম খাদিজা থেকে পরিবর্তন করে ইউসুফ আলী রাখা হয়েছে। সে এখন পুরোপুরি পুরুষ এবং সুস্থ।
তার চাচা হোসেন আলী বলেন, বেশ কয়েকমাস থেকে তার শরীরের পরিবর্তন শুরু হয়। পরে ঢাকায় গিয়ে লিঙ্গ পরিবর্তন হয়। আজ ঢাকা থেকে এসেছে । অনেক লোকজন তাকে দেখতে ভীড় করছে। অনেকটা বিরম্বনায় পড়েছি আমরা।
প্রতিবেশী এনামুল হক বলেন, হঠাৎ শুনলাম যে সে মেয়ে থেকে ছেলে হয়েছে। আমরাও দেখলাম তাই। এখন অনেকেই এখানে আসছে তাকে দেখতে।
তার চাচী ছাদেকুন্নাহার বলেন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। এটাও বিশ্বাস করেছি। এখন মানুষের উপচেপড়া ভীড়ে তাকে বাড়িতে রাখাও মুশকিল হয়ে পড়েছে।
তার দাদী নুরজাহান বেগম বলেন, ঢাকায় তার চাচী চেক করে দেখছে মেয়ে থেকে ছেলে হইছে। আজ বাড়িতে আসার পর থেকে মানুষের ভীড়ে খুব জ্বালায় পড়ে গেছি। বাড়িতে থাকতে পারছিনা।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আজমল হক বলেন, হরমোন পার্থক্যের কারণে এমনটি হতে পারে। হঠাৎ কোনো পুরুষের শরীরে নারী হরমোন বৃদ্ধি পেলে পুরুষ থেকে নারীতে এবং নারীর শরীরে পুরুষ হরমোন বৃদ্ধি পেলে নারী থেকে পুরুষে রূপান্তরিত হতে পারে। মূলত পরীক্ষা না করে কিছুই বলা যায় না।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে তাকে ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।