খুলনায় বশেমুরবিপ্রবি ছাত্রী মুন্নির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুন্নির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি।
এখনো লাইফ সাপোর্টে (ICU) আছে মুন্নী, ডাক্তার বলেছে ৭২ ঘন্টার আগে কিছু বলা যাবেনা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার চেষ্টা চলছে তবে লাইফ সাপোর্টে থাকায় ঢাকায় নেয়ার একমাত্র উপায় এয়ার এম্বুলেন্স। এখনো এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারায় আজ খুলনা হাসপাতালেই থাকবে বলে জানিয়েছেন মুন্নীর বড় ভাই।
প্রসঙ্গতঃ বশেমুরবিপ্রবি’র সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মরিয়ম সুলতানা মুন্নী নামের এক ছাত্রী গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ডাক্তারের বেখায়ালীপনায় ভুল ইনজেকশন দেয়া হয়। ভুল ইনজেকশনের প্রতিক্রিয়ায় মুন্নির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং তাকে এখন খুলনা শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
« নবনির্বাচিতরা দায়ীত্ব গ্রহণ করায় বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা (Previous News)
(Next News) সিংড়ায় ধান সংগ্রহ শুরু, কৃষক প্রতি নির্ধারণ এক টন »