সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা থেকে অস্ত্রসহ ৬ কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা ও পাঁচটি স্ট্যাম্প জব্দ করা হয়। বুধবার (৯ অক্টোবর) রাতে কোতোয়ালি থানা পুলিশ কুয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি ক্লাব ঘর থেকে তাদের আটক করে। পুলিশ জানায়, আটককৃত কিশোররা ঘটনার সময় সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি ক্লাবের ভেতর থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো- সোহাগ (১৭), পলাশ (১৮), হাবিবুল হক আশিক (১৭), ফরহাদ (১৬), শাহ আলম (১৬) ও সোহাগ (১৭)। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ছয় কিশোর আটকের সত্যতা নিশ্চিত করেছেন।