জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরন উপলক্ষে উপজেলার শাহ্গরীবুল্লাহ্ কেন্দ্রীয় এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করেন মাহমুদুল হাসান সোহাগ যুব সংগ্রাম পরিষদ।এছাড়া এ সময় ওই এতিমখানা চত্তরে বিভিন্ন প্রজাতির গাছের চারাও রোপন করা হয়। মাহমুদুল হাসান সোহাগ যুব সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান হাসান, আনারুল, সদস্য সিদরাতুল মোত্তাকিন, জীবন, রিফান, লিমন পাটোয়ারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।