লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট এর উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কার্যালয় প্রাঙ্গনে পরিষদের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যাপক মোঃআব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট সফুরা বেগম রুমি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান। এ সময় আরো বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান,আব্দুল মান্নান সহ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।