লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছে স্বেচ্ছায় রক্ত দানকারী সংগঠন বাঁধন। শুক্রবার দিনব্যাপী লালমনিরহাট জেলার বন্যাকবলিত এলাকা কুলাঘাট ইউনিয়নের চর ফলিমারী গ্রামে ২২০পরিবার ও খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার এলাকায় শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাঁধন। এ ত্রাণ বিতরণকালে বাঁধন এর রংপুর জোনের উপদেষ্টা নুর আলম,লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সুশান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।