Main Menu

গোপালগঞ্জের গোপিনাথপুর মাদ্রাসার ৫৭ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর (জামিয়া আরাবিয়া নেছারিয়া শামছুল উলূম) মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৭ তম বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিল শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৩ডিসেম্বর) সকাল ১০ঘটিকা থেকে মাদ্রাসা প্রাঙ্গনে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এ মাহফিলে দেশবরেণ্য আলেমরা বয়ান করছেন।

প্রথম দিন বয়ান করিবেনঃ১/পীরে কামেল জনার হাফেজ মাওলানা মুফতী- আঃ রউফ সাহেব(শাইখুল হাদীস গওহর ডাঙ্গা মাদ্রাসা),২/জনাম হযরত মাওলানা -নাছির আহমাদ সাহেব(সভাপতি সুলতান শাহী মাদ্রাসা), ৩/হযরত মাওলানা ইরশাদুল্লাহ সাহেব(ইমাম ও খতিব,মালাশিয়া),
৪/হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব (ইমাম ও খতিব, সাভার ঢাকা), ৫/হযরত মাওলানা -শফীকুল ইসলাম সাহেব (নায়েরে মুহতামিম, ভাঙ্গা মাদ্রাসা ফরিদপুর) এবং মুজিবুর রহমান সাহের (খুলনা)।

২য় দিন বয়ান করিবেনঃ১/পীরে কামেল জনাব মাওলানা মুফতী-নূরুল আমিন সাহেব (পীর সাহেব,খুলনা) ২/হয়রত মাওলানা মুফতী- আঃ কুদ্দুস সাহেব (ইমাম ও খতিব,বিশ্ববিদ্যালয় মসজিদ খুলনা) ৩/হয়রত মাওলানা মুফতী -আঃ সালাম সাহেব (ইমাম ও খতিব, মালায়েশিয়া)

এ ওয়াজ মাহফিলে শুধু গোপিনাথপুর (গোপালগঞ্জ সদর) ইউনিয়নের মুসল্লী নয় ববং বিভিন্ন জেলা এবং গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিচ্ছেন। এ মাহফিল ১৪ ডিসেম্বর(শনিবার) রাত পর্যন্ত চলবে এবং পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।


News Room - Click for call