বাংলাদেশ গাল গাইডস এসোসিয়েশন লালমনিরহাট জেলার আয়োজনে হলদে পাখি কাযক্রম সম্প্রসারনের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.আবু জাফর।জেলা গাল গাইডস কমিশনার সরমিন আবা হক বীথির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী,গাল গাইডস রংপুর অঞ্চলের কোষাধ্যক্ষ ওয়ালেদা বেগম, আঞ্চলিক সদস্য হাসিনা বেগম। এসময় অন্যানের মধ্যে জেলা গাল গাইডস সম্পাদক আফরোজা বেগম রিপু,জেলা গাল গাইডসের কোষাধ্যক্ষ নাসরিন আক্তার রীনা,সদর উপজেলা গাল গাইডস সম্পাদক শান্তনা রানী,কোষাধ্যক্ষ বীথি রানীসহ গাল গাইডসের সদস্য.বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।