সেবিকা শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

চলন্তবাসে কিশোরগঞ্জের বাজিতপুরে নিজ বাড়িতে ফেরার পথে সেবিকা শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গোপালগঞ্জ শাখা।
আজ শনিবার সকাল ৮টায় হাসপাতাল চত্বরে একে অপরের হাতে হাত রেখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িতদের দ্রম্নত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব পূরবী ঠাকুর, স্বাধীনতা নার্সেস পরিষদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুনমুন রানী, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার হালদার, স্বানাপ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কল্যাণী রানী ঢালী প্রমুখ।