সুস্থ সবল থাকতে চাই-দেশীয় ফলে মন মাতাই এই শ্লোগানে লালমনিরহাটে হয়ে গেল দিনব্যাপি ফল উৎসব।বৃহস্পতিবার সকাল ১০টায় লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ মিলনায়তনে দিনব্যাপি এ ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। কলেজের অধ্যক্ষ মো.ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি,সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি। ফল উৎসবে বক্তারা বলেন, সুস্থ থাকতে হলে নিয়মিত আমাদের সবার ফল খাওয়া উচিৎ।দেশীয় ফলের সাথে আমাদের সন্তানদের পরিচয় করানোর জন্য খাদ্য তালিকায় দেশীয় ফল সংযোজন খুবই গুরুত্বপুন।দেশীয় ফল বৃদ্ধির লক্ষে সবার উচিৎ হবে বাড়ির আনাচে-কানাচে ফলদ কাজ রোপন করা। এসময় অন্যানের মধ্যে শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শাহাদত হোসেন,সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান পলাশ,জনি মোহাম্মদ,লতিফা চৌধুরী,সাদিকুল ইসলাম,শরিফুল ইসলাম সাথীসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।ফল উৎসবে আম,জাম,আনারস,লিচু,কাঠাল,বাংগি,নারিকেল,কলাসহ বিভিন্ন দেশীয় ফল স্থান পায়।