Main Menu

নড়াইলের হিজলডাঙ্গা সড়ক ও সেতুর বেহাল দশা

নড়াইল সদরের অবহেলিত জনপদ হিজলডাঙ্গা গ্রাম।

এ গ্রামবাসীর দুঃখ দূর্দশার যেন শেষ নেই। গ্রামে যাতায়াতে একমাত্র রাস্তা সীতারামপুর-হিজলডাঙ্গা সড়ক। এ সড়কটির অবস্থা খুবই নাজুক। ইটের সলিং দ্বারা নির্মিত এ সড়কের অধিকাংশ জায়গায় ইট উঠে মাটি বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলে কাদাপানি জমে যায়। যানবাহন তো দুরের কথা পায়ে হেটে চলাই দুষ্কর। এ সড়কে থাকা ছোট একটি সেতু রয়েছে। সেতুটির অবস্থা আরো শোচনীয়। সেতুটি ভেঙ্গে অত্যন্ত ঝূঁকিপূর্ণ অবস্থায় আছে। সেতুর বেশ কিছু অংশ একেবারেই ভেঙ্গে ফাঁকা হয়ে গেছে। মানুষ ও ছোটখাটো যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে পারাপার হচ্ছে। যেকোন মুহুর্তে এ সেতু ভেঙ্গে প্রাণহানিকর দূর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী সেতু ও সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


News Room - Click for call