বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।
চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগ করতে চায় সৌদির পোর্ট অপারেটর এন্ড ইনভেস্টমেন্ট গ্রুপ ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ (আরএসজেটি)।
বুধবার (৮ মে) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে মন্ত্রণালয়ের সভা কক্ষে আরএসজেটি এর সহযোগী পরিচালক হাসান আল তাহাত সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
সৌদির এই আগ্রহকে স্বাগত জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে সৌদি আরবের বিনিয়োগ একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং সৌদি আরবস্থ বাংলাদেশে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান।
« জনসম্মুখে এলো ব্রিটিশ রাজপুত্র, নামকরণে নেই পদবি (Previous News)
(Next News) ওয়াজেদ মিয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় : রাষ্ট্রপতি »