Main Menu

ভাড়াটিয়া শিক্ষক দিয়ে এমপিওভূক্ত হল সিরাজগঞ্জের গাড়ুদাহ শিশু সদন হাই স্কুল

শিক্ষক ছাড়াই এমপিওভূক্ত হল সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের গাড়ুদহ শিশু সনদ হাই স্কুল । বেসরকারি প্রতিষ্ঠান স্কুল জনকাঠামোর এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০শ) শ্রেণি পর্যন্ত ১৫জন শিক্ষক ও ৭জন কর্মচারী নিয়ে এমপিওভূক্ত হতে হবে । এই নীতিমালায় বলা হয়েছে, প্রতিষ্ঠানে অবশ্যই সরকারি অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক কর্মচারী নিয়োজিত থাকতে হবে । যদি না থাকে তবে সেই প্রতিষ্ঠান এমপিওভূক্ত হতে পারবে না ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাড়ুদহ শিশু সনদ হাই স্কুলে ২২জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র ৪জন শিক্ষক-কর্মচারী সরকারি অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক নিয়োগ রয়েছেন । নীতিমালা অনুযায়ী ১৫জন শিক্ষক মধ্যে প্রধান শিক্ষক-১, সহকারী প্রধান শিক্ষক-১, সহকারী শিক্ষক (বাংলা)-১, সহকারী শিক্ষক (ইংরেজী)-১, সহকারী শিক্ষক (গণিত)-১, সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)-১, সহকারী শিক্ষক (বাণিজ্যিক, চালু থাকলে)-১, সহকারী শিক্ষক (তথ্য ও প্রযুক্তি)-১, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)-১, সহকারী শিক্ষক (ধর্ম, প্রাপ্যতা অনুযায়ী প্রত্যেক ধর্মের জন্য ১জন করে), সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)-১, সহকারী শিক্ষক (কৃষি)-১, সহকারী শিক্ষক (গাহস্থ্য)-১, সহকারী শিক্ষক (চারু-কলা)-১, সহকারী শিক্ষক (জীব বিজ্ঞান, অনুমোদনসহ বিজ্ঞান বিভাগ চালু থাকলে)-১, ৭জন কর্মচারী-সহকারী গ্রন্থাগার-১, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী ও আয়া থাকতে হবে ।

এই নীতিমালায় আরো বলা হয়েছে, কোন প্রতিষ্ঠান যদি এমপিও ভূক্ত করা হয় তবে সেই প্রতিষ্ঠানের এমপিওভূক্ত’র তারিখ থেকে এনটিআরসিএ মেধাক্রমে ভবিষ্যতে শিক্ষক নিয়োগ করা হবে । ২৩ অক্টোবর ২০১৯ইং সালে এমপিওভূক্তর ঘোষণাকৃত প্রতিষ্ঠানের সভাপতি মোঃ বাতেন এনটিআরসিএ মেধাক্রমে ভবিষ্যতে শিক্ষক নিয়োগের সুবিধা নিতেই বর্তমানে ১২জন শিক্ষক ও ৪ জন কর্মচারীকে খন্ডকালীন শিক্ষক-কর্মচারী হিসেবে নিয়োগ প্রদান করেছেন ।

সরেজমিনে রবিবার বিকেলে স্কুলে গিয়ে শিক্ষক সম্পর্কে তথ্য ও খন্ডকালীন শিক্ষক নিয়োগের তথ্য প্রধান শিক্ষক আল আমিন মন্ডলের কাছে চাওয়া হলে তিনি কোন তথ্যই দিতে রাজী হননি ।


News Room - Click for call