রাজৈরে প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পরিষদে আজ বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজৈর উপজেলা শাখার উদ্যোগে ৩৩ জন কৃষককে প্রকাশ্যে সহজ সুদে ঋণ প্রদান করে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজৈর উপজেলা শাখা, মাদারীপুর।
এখানে কৃষকদের চাহিদার ভিত্তিতে ৩০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । বাংলাদেশ কৃষি ব্যাংক রাজৈর উপজেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ বদরুল আলম এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় মহাব্যবস্থাপক ফরিদপুর মোকতার হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঙ্চলীক ব্যবস্থাপক মাদারীপুর মাহতাব আলী রাসেদী, রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা ,(ভারপ্রাপ্ত) ছালমা আক্তার, মুখ্য কর্মকর্তারা মাদারীপুর বদরুল রহমান, খালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহালম মিয়া প্রমুখ।
« পদ্মা সেতু রেললাইন প্রকল্প ও তাত পল্লীতে অবৈধ স্থাপনা (Previous News)