Main Menu

পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে রাজৈরে গনমিছিল

মাদারীপুরের রাজৈরে পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন ও অামরা রাজৈর পৌরবাসী সংগঠনের গনমিছিল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজৈর বাসস্ট্যান্ডাস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বাজার রোডে এলে অামরা রাজৈর পৌরবাসী সংগঠনের গনমিছিলের সাথে এক হয়ে রাজৈর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় এলাকা।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজৈর কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ অাল-অামিন, রাজৈর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি লিয়াকত হোসেন, জেলা ছাত্রলীগ সদস্য সুজন হোসেন রিফাত, এমদাদূক হক, মোঃ মোশারফ হোসেন, মাহবুব হোসেন প্রমুখ।

অন্যদিকে অামরা রাজৈর পৌরবাসী সংগঠনের গনমিছিলে বিভিন্ন দাবী তুলে ধরা হয় যেমন রমযানের সময় বিদ্যূৎ ভোগান্তি মানবো না, দিনের বেলায় খাবার হোটেল বন্ধ করতে হবে ইত্যাদি। এসময় গনমিছিলে উপস্থিত ছিলেন মাওঃ মাহমুদুল হাসান ফলরুল, মাওঃ রাফিউল ইসলাম রফিক, মুফতি মুহামুদূল্লাহ ফাহমি, মাওঃ নুরুজ্জামান নোমানী, মাও অাবুল হাসান প্রমূখ।


News Room - Click for call