পশ্চিম গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খলিলুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জ জেলার প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহায্যবাহী চন্দ্রদিঘলিয়া। চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম খলিলুর রহমান মাছু ভূইয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ৩ টায় চন্দ্রদিঘলিয়া ইসলামিক বাইতুলমাল সমিতির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতি মিরাজ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমানুর রহমানের সঞ্চলনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির সকল সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থী ।
অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি বিদ্যালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এসময় বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে বিদ্যালয় কতৃপক্ষের অল্প পরিসরে হলেও দোয়া মাহফিলের আয়োজন করা উচিত ছিলো। যাদের পরিশ্রমে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত তাদের আজ কেউ স্বরণ করে না।
দোয়া মাহফিলের মধ্যদিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘটে।