লালমনিরহাটের পাটগ্রামে ৬৪৮ বোতল ফেনসিডিল ও একটি মাইক্রোবাসসহ দু’জনকে আটক করেছে রংপুর-১৩ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শুক্রবার দুপুরের দিকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-১৩।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার বাদল হাসান জীবন (২৭) ও মানিক দাস (৩৫)।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সে সময় সন্দেহ হলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি করে ৬৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা ওই দু’জনকে আটক করা হয়। এসময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দু’জনের নামে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।