মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার আয়োজনে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা নুসরাত হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি আগামীতে এমন ন্যক্কারজনক ঘটনা যাতে না ঘটে এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার সভাপতি খান মো. শহীদ, সদস্য মোহাম্মদ আমির হোসাইন, এআর মতুর্জা, শাহাদাত হোসেন লিটন, সাদিয়া ইসলাম, টিআইবির এরিয়া ম্যানেজার প্রকাশ কুমার বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী কুমার লাভলু প্রমূখ।