মাদারীপুরের কালকিনিতে বন্দুকযুদ্ধে একজন নিহত

র্যাব জহিরুল ইসলাম যক্ষাকে নিয়ে মাদক উদ্ধার করতে গেলে উত্তর চড়আইড় কান্দি নামক স্থানে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। নিহত জহিরুল ইসলাম যক্ষা একাধিক মাদক ও অস্র মামলার আসামী ও বিশিষ্ট মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র্যাব।
র্যাব জানায়, আজ মঙ্গলবার মধ্যরাতে জেলার কালকিনি উপজেলার উত্তর চড়আইড় কান্দি গ্রামে মাদক উদ্ধার অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপর সন্ত্রাসীরা আর্তকিত হামলা চালায়। আত্মরক্ষার্থে র্যাব গুলি ছোরে এসময় জহিরুল ইসলাম যক্ষা নিহত হয়। জহিরুল ইসলাম যক্ষার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্র মামলার আসামী বলে যানায় র্যাব।
র্যাব ৮ এর এস আই শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আমরা তাকে নিয়ে মাদক উদ্ধার করতে গেলে উত্তর চড়আইড় কান্দি নামক স্থানে গোলা গুলিতে জহিরুল ইসলাম যক্ষা নিতহ হয় ও তার লাশ কালকিনি থানায় হস্তান্তর করা হচ্ছে।
« রাজৈরে শাশুড়ির ছোড়া এসিডে ঝলসে গেছে পুত্রবধূ ও নাতনীর মুখমন্ডল (Previous News)
(Next News) মাদারীপুরের রাজৈরে মহামানব গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি হরিদাস বাড়ৈ-সাধারণ সম্পাদক প্রণব কুমার বিশ্বাস »