সামাজিক অপরাধ দমনে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন কালকিনির ওসি

মাদারীপুরের কালকিনি থানার ওসি মো: মোফাজ্জেল হোসেন বিভিন্ন সামাজিক অপরাধ দমনে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
কালকিনি থানা পুলিশের উদ্যোগে কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়াও উক্ত সভায় মাদক, বাল্যবিবাহ, জুয়া, ইভটিজিং ও জঙ্গীবাদের কুফল সম্পর্কে বিস্থারিত ধারনা দেওয়া হয়।
সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন (ওসি অপারেশন) মোঃ এমদাদুল হক, আলীনগর ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান মিলন, এসআই সঞ্জয় সাহা, সাংবাদিক মোঃ ইকবাল হোসেন, আবির হাসান পারভেজ প্রমুখ।
« ৭ মে থেকে রমজান শুরু (Previous News)