মাহে রমজানকে সামনে রেখে গোপালগঞ্জে ভোক্তা সংরক্ষনের অভিযান

গোপালগঞ্জ সদরের বোয়ালিয়া বাজারে মেসার্স নিলয় মিষ্টান্ন ভাণ্ডার কে পঁচা দই বিক্রি ও মেয়াদোত্তীর্ণ 25 কেজি খেজুর রাখার জন্য ভোক্তা আইন এর 51 ধারায় জরিমানা করা হয় 5000/- টাকা এবং মেসার্স আদি ঘোষ পূজা মিষ্টান্ন ভাণ্ডার কে দইয়ের ওজনে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর 46 ধারা য় জরিমানা করা হয় 2000/- টাকা ।মোট দুটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয় 7000/ টাকা এবং মেয়াদোত্তীর্ণ খেঁজুর 25 কেজি ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে পরিচালিত বাজার অভিযান কালে সচেতনতা মূলক কার্যক্রম এর অংশ হিসেবে আইনে র লিফলেট স্টিকার বিতরণ করা হয় । অভিযান সফল করতে সহযোগিতা করে গোপালগঞ্জ সদর থানার পুলিশের সদস্যবৃন্দ এবং জেলা বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেন এবং ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু ।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ এর নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে ।