গোপালগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মোঃ সাজ্জাদ মোল্লা , গোপালগঞ্জ :
গোপালগঞ্জের শহরতলি মৌলভীপাড়া থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে আইরিন বেগম (২৫) নামে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।
আইরিন বেগম টুঙ্গীপাড়া উপজেলার বাশবড়িয়া গ্রামের এস্কেন্দার মোল্লার মেয়ে ও একই গ্রামের কালাম মোল্লার ছেলে সোহাগ মোল্লার স্ত্রী। আইরিন তার পিতার মৌলভীপাড়ার বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
« গাজীপুরের কাশিমপুরে একাধিক মাদক মামলার আসামী সামসু মন্ডল গ্রেফতার (Previous News)