কাশিমপুরে দীর্ঘদিন জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ আকবর আলী খানের নের্তৃত্বে গতকাল (২০ এপ্রিল) শনিবার সন্ধ্যায় গাজীপুর মহানগর কাশিমপুর থানার লোহাকৈর মাজার এলাকা থেকে এসআই মঞ্জুরুল ইসলাম ও এএসআই সেলিম তালুকদার জিআর মামলার দীর্ঘদিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ তোজ্জামেল হক (তজু) এবং জিআর মামলায় দুই বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী চন্দন রবিদাসকে গ্রেফতার করেন।
জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ তোজ্জামেল হক (তজু) গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন লোহাকৈর বড়চালা এলাকার মৃত আঃ মান্নান মুন্সীর ছেলে। এবং জিআর মামলায় দুই বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী চন্দন রবিদাস গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন লস্করচালা (মুচিপাড়া) এলাকার সুখলাল রবিদাস এর ছেলে।
গ্রেফতারকৃত তোজ্জামেল হক (তজু) এবং চন্দন রবিদাসকে আজ (২১ এপ্রিল) রবিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।