Main Menu

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকাল

সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮২ বছর।

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ক্যানসারে ভুগছেন বলে জানা গেছে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ব্যারিস্টার আমিনুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে আমিনুল হক স্ত্রী, পুত্র, কন্যা, সাত ভাই এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ আসনে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংগ্রহণ করেন। প্রথমে তার প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিলের পর তিনি মনোনয়ন ফিরে পান।

বিএনপির ভাইস চেয়ারম্যান আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। সর্বশেষ বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর কাছে পরাজিত হন।


News Room - Click for call