পবিত্র শবে বরাতের নামাজের নিয়মাবলী

আমাদের ডেস্ক: প্রথম সালাতুল ইশারের ফরজ,সুন্নাত নামাজ অাদায় করে বিতর বাদ রেখে ২রাকাত করে নিয়্যাত করবে। নিয়্যাত হল :—- নাওয়াইতুআন উসাল্লিয়াহ লিল্লাহে তায়ালা রাকাতায় সালাতিল লাইলাতিল বারায়াতে সুন্নাতু রাসুলিল্লাহে তায়ালা মিতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারীফাতে অাল্লাহ অাকবার বলে নিয়্যাত করবেন তারপর সানা পাঠ করবে তারপর আয়্যুজুবিল্লাহ—————– রাজিম । বিসমিল্লাহ——————–—— রাহীম পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবে তার সাথে সুরা ইখলাস অথবা যে কোন সুরা মিলাবে আর যদি কেউ সুরা ইখলাস পাঠ করে তাহলে ৩/৭/১০ যেন পাঠ করে এতে সাওয়াব বেশী হবে এ রকম করে যত সম্ভাব ২রাকাত করে নামাজ আদায় করবে তারপর সালাতুল বিতর আদায় করবে।। (অজিফায়ে সালেহীন)
« কালের পরিবর্তনে ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে সাঁথিয়া ধুলাউড়ি ইউনিয় (Previous News)
(Next News) সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকাল »