লালমনিরহাটে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ সোমবার সকালে কালেক্টরেট মাঠে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুস সালাম সিকদার, বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আনিছুর রহমান লাডলা। উদ্বোধনী খেলায় আদিতমারী সরকারী কলেজ টাইব্রেকারে ৩-১ গোলে হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারী কলেজকে হারায়। নির্ধারিত সময়ের প্রথমার্ধে আদিতমারী কলেজের ৮নং জার্সিধারী খেলোয়াড় সোয়াদ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।খেলার দ্বিতীয়ার্ধে হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিরাজ গোল করলে খেলাটি ১-১ গোলে ড্র হয়।পরে টাইব্রেকারে আদিতমারী সরকারী কলেজ ৩-১ গোলে জয়ী হয়। টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশ নিচ্ছে।