1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে ইয়ং টাইগার্স অনুদ্ধ -১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে জয়ী এখন দেশ গড়ার পালা: লালমনিরহাটের বড়বাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান- তারেক রহমান লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো: লালমনিরহাটের বড়বাড়ীতে-ইকবাল হাসান মাহমুদ টুকু লালমনিরহাট জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি হুমায়ুন রেজা স্বপন,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক মানুষ সংস্কার বোঝেনা, দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি ও ভোটের অধিকার বোঝে—লালমনিরহাটে-গয়েশ্বর চন্দ্র রায় তবু কেন জীবনে প্রেম আসে বার বার! ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে।এটা করবেন না, ষড়যন্ত্র বন্ধ করুন- লালমনিরহাটে রুহুল কবির রিজভী। লালমনিরহাটে গার্ল গাইডসের তাঁবু জলসা অনুষ্ঠিত লালমনিরহাটের আদিতমারীতে ৯৮ দিন পর মিরাজের মরদেহ উত্তোলন

তবু কেন জীবনে প্রেম আসে বার বার!

নিউজ ডেস্ক,আমাদের পত্রিকা।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

আমাদের জীবনে হয়তো এক-দুইটি অথবা আরও বেশি নেতিবাচক সম্পর্ক আসে। আর এই সম্পর্কগুলো থেকে পাওয়া দুঃখজনক অভিজ্ঞতার জন্য আমরা অনেক সময়ই ভালোবাসার কোনো মানেই খুঁজে পাই না।

আমরা হতাশায় নিমজ্জিত হই। জীবনের ভালো দিকগুলোও তখন আর আমাদের কাছে সুন্দর হয়ে ধরা দেয় না।

তারপরও আমরা ভালোবাসি। হয়তো এবার সঠিক মানুষটির খোঁজ পাই…অথবা আবার সেই ভুল মানুষ…এভাবেই চলতে থাকে। কিন্তু কেন, ভালোবাসা আসলে আমাদের কী দেয়, জানতে ইচ্ছে করে?

আসুন জেনে নেই

প্রেমের শক্তি
জানেন, আমাদের যখন সঠিক ব্যক্তির সঙ্গে ভালো সম্পর্ক থাকে, তখন আমরা প্রিয়জনকে যেমন ভালোবাসি। তেমনি নিজের প্রতিও ভালোলাগা তৈরি হয়। আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি। নিজের যত্নের বিষয়টিও চোখ এড়িয়ে যায় না। সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিন কাজ করতেও ক্লান্তি আসে না। আমাদের মনের শক্তি কয়েকগুণ বাড়িয়ে দেয় ভালোবাসার প্রাণশক্তি।

ভালোলাগা
প্রিয় মানুষটির সান্নিধ্য আমাদের চারপাশ ভোরে রাখে অপূর্ব ভালোলাগায়।
আমরা যখন প্রিয়জনের সঙ্গে থাকি প্রতিটি মুহূর্ত উপভোগ্য করে তুলতে আমরাও সচেতন থাকি। ভালো একজন সঙ্গী আমাদের জীবনকে ভালোবাসার নানা রঙের রাঙিয়ে তোলে, আর তাই প্রতিটি দিনই হয় আরও মধুর। এর প্রভাব আমাদের মনের মতোই শরীরেও পড়ে। যেজন্য ছোট ছোট রোগও শরীরে বাসা বাঁধার সাহস করে না। আমরা থাকি সুস্থ ও উচ্ছল।

সৃজনশীলতা
বিশ্বের জনপ্রিয় বহু গান, কবিতা, গল্প তৈরি হয়েছে ভালোবাসাকে উপজীব্য করে। ভালোবাসা আর মনের আবেগ থেকে অনুপ্রাণিত হয়েই রচিত হয়েছে কালজয়ী সব কাব্য। তাইতো সৃজনশীল উপায়ে প্রিয়জনের জন্য ভালোবাসার অনুভূতি এবং গভীরতা প্রকাশ করতে ভাবলেশহীন মানুষও হয়ে ওঠেন কবি।

আরও বেশি মানবিক
আমরা যখন প্রিয় মানুষটির সঙ্গে ভালো থাকি। আমাদের মনও তখন অনেক বেশি নরম প্রকৃতির হয়ে থাকে। খারাপ সব কিছু থেকে ভালোবাসাই আমাদের দূরে রাখে। আর এই ভালোবাসা শুধু প্রিয়জনের জন্যই নয় বরং সব সৃষ্টির মাঝেই ছড়িয়ে যায়। ছোট ছোট ভালো কাজের মাঝেই আমরা তখন তৃপ্তি খুঁজে পাই।

এটাও সত্যি, ভালোবাসা সবার জীবনে হয়তো অনাবিল আনন্দ নিয়ে আসে না। অনেকের জীবনে এই ভালোবাসাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তবে ভালোবাসার মানুষকে না পেলে বা হারালে নিজের কোনো কমতি ছিল, ভেবে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আসলে সঙ্গী নির্বাচনেই ভুল ছিল। কারণ ভুল মানুষটি আপনার প্রয়োজনীয়তা এবং আন্তরিকতা বুঝতেই পারেনি। এটা তার ব্যর্থতা।

প্রেম-ভালোবাসা, প্রিয় জীবন-সঙ্গী আমাদের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ। তাইতো প্রিয়জনের মন ভোলাতে প্রেমের কবি নজরুল ইসলাম লিখে গেছেন… মোর প্রিয়া হবে এসো রানি…

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD