1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

হত্যা মামলায় লালমনিরহাটে সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোটভাই ভুট্টু গ্রেফতার

কালীগঞ্জ( লালমনিরহাট)প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে

রংপুরের একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোটভাই সামসুজ্জামান আহমেদ ভুট্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের বাসীন্দা। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রংপুরের ওই হত্যা মামলায় এজাহারভুক্ত ১৬ নম্বর আসামী গ্রেফতারকৃত ভুট্টু।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকলে গত ৪ আগস্ট রংপুর শহরের সংঘর্ষে মারা যান ছাত্রলীগের কাউনিয়া উপজেলা শাখার উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মাহমুদুল হাসান মুন্না। এ ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা আব্দুল মজিদ বাদী হয়ে মামলাটি করেন।

পরবর্তিতে এফিডেভিটে করে মামলার অন্য ১২ জন আসামির নাম প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলেন বাদী। ওইদিন বিচারক বাদীর কাছে জানতে চান, তিনি কেন এই আসামিদের নাম প্রত্যাহার করতে চাচ্ছেন। তখন বাদী আদালতকে জানান, তিনি আসামিদের চেনেন না এবং দুই ব্যক্তির প্ররোচণায় মামলাটি দায়ের করেন বলে জানান। এ কারণে ওইদিন বাদীকে কয়েক ঘন্টা আদালতের কাঠগরায় আটকে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। পরে পাঁচ ঘন্টা পর জামিনে ছাড়া পান বাদী আব্দুল মজিদ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD