রংপুরের কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি,দৈনিক খোলাকাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মোস্তাক আহমেদ হার্ট ও লিভার জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার বাড়ি কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায়। তিনি দুই স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোস্তাক আহমেদের বড় ছেলে এল কে মাহমুদ কাব্য জানান, তার বাবা কাউনিয়া মহিলা কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। লাশ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন দৈনিক খোলা কাগজের সম্পাদক ও প্রকাশক মো. আহসান হাবীব। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়া খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তার পরিবারকে তার মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন।’
কাউনিয়া প্রতিনিধি মোস্তাক আহমেদের মৃত্যুতে খোলা কাগজের অনলাইন ইনচার্জ শিপার মাহমুদসহ সকল সহকর্মীরা গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।