পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাবেক জেলা প্রতিনিধি সাইফুল আলম বাবু মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
৪৫ বছর বয়সি সাইফুল আলম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। এর মধ্যে ব্রেইন স্ট্রোক করেন তিনি।
সাইফুল আলম পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ভোরের কাগজ, কালের কণ্ঠ, যায়যায়দিন, দিগন্ত টিভিসহ দেশের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে ও পরিবার পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাইফুল আলমের মৃত্যুতে পঞ্চগড় প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।