1. admin@amaderpotrika.com : admin :
  2. anisurladla71@gmail.com : Anisur :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে আওয়ামীলীগ নেতা হুন্ডি সুমন খানের সম্পদ ক্রোক লালমনিরহাটে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন লালমনিরহাটে গার্ল গাইডসের শীতবস্ত্র বিতরন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া ঘন কুয়াশা আগামীকাল দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও আলোচনা সভা রাজনৈতিক সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হয় না- লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু বৈষম্য বিহীন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে সংবাদপত্র : কালীগঞ্জ প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে- লালমনিরহাট পুলিশ সুপার দীর্ঘ ১৬ বছর বাজেট বৈষম্যের শিকার লালমনিরহাটসহ উত্তরাঞ্চল- কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক সেমিনারে –অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

কালীগঞ্জে বিদায়বেলায় বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন ইউএনও

কালীগঞ্জ( লালমনিরহাট)প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ইউএনও জহির ইমামসহ কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ও প্রাণীসম্পদ কর্মকর্তা মোশাররফ হোসেনকেও বিদায়ী সংবধর্না দেয়া হয়।

জানা যায়, ২০২৩ সালের ৯ জানুয়ারিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জহির ইমাম। প্রায় দেড় বছর নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। তবুও অসহায় মানুষের মাঝে দ্রুত সরকারি সহযোগিতার পাশাপাশি নিজস্ব তহবিল থেকে উপহার পৌঁছে দিয়েছেন। নিজস্ব তহবিল থেকে গৃহহীন মানুষকেও গোপনে সাহায্য দিয়েছেন।

ইউএনও জহির ইমাম বলেন, সীমান্তবর্তি জেলার মধ্যস্থলে কালীগঞ্জ উপজেলা। এই উপজেলায় আসার পরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের অনন্য সাধারণ জায়গা পেয়েছি। প্রতিনিয়ত প্রতিকূলতার মধ্য দিয়ে কাটাতে হয়েছে। তবে এখানকার মানুষের আন্তরিকতা আমার সারাজীবন মনে থাকবে বলে কেঁদে ফেলেন।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকার পতনের পর এই অঞ্চলের সাধারন মানুষ আমাদের আগলে রেখেন। তাই প্রতিটি মানুষ ভালো থাকুক। আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারও বিরাগভাজন হয়েছি।

ইউএনও বলেন, নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। কালীগঞ্জের মানুষ খুব আন্তরিক। আমি কোনোদিন তাদের ভুলতে পারব না। এছাড়াও এই উপজেলার সাংবাদিকরা এত আন্তরিক কখনো ভাবিনি। সত্যি যেটা ভুলবার মত নয়। সব সময় সহযোগিতা করেছেন।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি,যমুনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একে এম মইনুল হক, রাজশাহী প্রেসক্লাবের আহবায়ক ও  এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ.ম সাজু,বাহান্নর আলো পত্রিকার সম্পাদক তাজিদুল ইসলাম লাল, কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল আলিম,  প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেসুর রহমান টুকু,  প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক তিতাস আলম,সিনিয়র সাংবাদিক হাসান আব্দুল মালেক, সাজু মিয়া,নিয়াজ আহমেদ শিপন, মাহফুজ শাহরিয়ার, সাব্বির আহমেদ লাভলু, ফেরদৌস আলম, রাহেবুল ইসলাম টিটুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।অনুষ্ঠানটি সন্চালনা করেন লেনিন বসুনিয়া।

এছাড়াও  অফিসার্স ক্লাব,উপজেলা ক্রীড়া সংস্থা,উপজেলা স্কাউটস, উপজেলা কর্মচারী পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইউএনওকে বিদায় সংবর্ধনা দেন।

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD