Main Menu

খানজাহান আলী থানা ছাত্রদল নেতা শামীমের পিতার মৃত্যুতে থানা ছাত্রদলের শোক

খানজাহান আলী থানা ছাত্রদল নেতা ওসমান শামীমের পিতা লোকমান খান (৬৫) গত (১১ জুলাই) বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় সেনপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃতুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান।

শুক্রবার (১২ জুলাই) বাদ জুম্মা সেনপাড়া দাউদের মাঠে জানাযা শেষে কালিবাড়ি সরকারি কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ছাত্রদল নেতার পিতার মৃতুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ বিল্লাল হোসেন, যুগ্ন আহ্বায়ক মোঃ আল আমিন , মাসুম বিল্লাহ, রানা, তৈৗহিদুল ইসলাম, ইমন শেখ, আকাশ শেখ, ওয়ালিদ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।


News Room - Click for call