হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আলী (৩১)।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
নিহত মোহাম্মদ আলী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মোতালিব ব্যাপারি ছেলে। পুলিশ নিহতের বর্তমান ঠিকনা জানাতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, হাতিরঝিলের রামপুরা রোডের ইউলুপের মুখে একটি গাড়ি মোহাম্মদ আলীর পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এ সময় মোহাম্মদ আলী তার গাড়ি থেকে নেমে ওই গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেন। গাড়িটি না থেমে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
« বন্যার পানিতে ভেসে আসা সাপের কামড়ে গৃহবধূর মৃত্য (Previous News)
(Next News) দুর্নীতি দমন এবং দুর্নীতিবাজকে ধরিয়ে দিতে একজন নাগরিকের করণীয় কি কি– যোগাযোগ মাধ্যমে জানালেন সোহেল তাজ »