লালমনিরহাটের কালীগঞ্জে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দারের সাথে সর্বস্তরের মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে এই পরিচিতি ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির,প্রেসক্লাব সভাপতি আনিছুর রহমান লাডলাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি, বিশিষ্টজনরা মতবিনিময় সভায় তাদের মতামত ব্যক্ত করেন এবং সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। মতবিনিময় সভায় সীমান্তবর্তী কালীগঞ্জ উপজেলার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় উপস্থিত বক্তারা লালমনিরহাটের কাকিনা-রংপুর সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মাদকসেবীরা মোটরসাইকেলে করে সীমান্তে আসেন। উপজেলা ক্রীড়া সংস্থা সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় খেলাধুলার সামগ্রীর অভাব। এসব বিষয়ে তুলে ধরেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী উপস্থাপন করেন।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার কালীগঞ্জ উপজেলার পাশাপাশি পুরো লালমনিরহাট জেলার সমসাময়িক বিষয়ে প্রশাসনের ভুমিকার পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতার কথা তুলে ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় অন্যানের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাহাবুবর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ বিএনপির উপজেলা আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রহুল আমিন, কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির,প্রেসক্লাবের সভাপতি,যমুনা টিভির সাংবাদিক আনিছুর রহমান লাডলা, বিএনপির সদস্য ফারহান উদ্দিন পাশা বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন,উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার,তুষভান্ডার মহিলা কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা শিক্ষা অফিসার আবেদা বেগম,প্রধান শিক্ষক সাবিরা বেগম ডলি,ছাত্র সমন্বয়ক আলমগীর হোসেন সহ উপজেলার কর্মকর্তাসহ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।