বরুইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরুইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের জেএসসি ২০১৯ ও এসএসসি ২০২০ সালের পরিক্ষার্থী অভিভাবকদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আইডিয়া স্কুলের সামনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনোরবাসন স্থানে সভাটির আয়োজন করা হয়।
উক্ত সভায় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফলের জন্য ভালো করে লেখা-পড়া করতে হবে। তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
এসময় বরুইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, দাতা সদস্য হাজী মোঃ আউয়াল শেখ, সদস্য নূর মোহাম্মদ শেখ, মস্তফা শেখ, ও শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিবাবক ও সুশীল সমাজের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
« জনসংখ্যা দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত (Previous News)
(Next News) ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক »