Main Menu

জনসংখ্যা দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” -প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে সকাল নয়টার দিকে অনুষ্ঠিত র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক বেগম শাহিদা সুলতানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা ম্যাজিষ্ট্রেট কাজী শহিদুল ইসলাম,সিভিল সার্জন ডা.তরুন মন্ডল,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বা”চু প্রমুখ। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানকার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক মো: মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম শাহিদা সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.তরুন মন্ডল,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বা”চু প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা. মনিরুজ্জামান ভুইঞা। আলোচনা সভা শেষে জেলার সেরা কর্মীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।


News Room - Click for call