লালমনিরহাটে কলেজ শিক্ষার্থীর চোখ উৎপাটনকারী সন্ত্রাসীদের জামিন বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকালে জেলা প্রশাসকের কাযালযের সামনে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
মানববন্ধন সুত্রে জানা যায়, গত বছর ১৯ নভেম্বর জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায় নিজ জমিতে আনিসুরের বাবা হালচাষ করতে গেলে স্থানীয় ভূমিদস্যু আলমগীর,আজিজুল,সাদেক,মনিরুজ্জামান রানা,তসলিম ও জরিপের নেতৃত্বে একদল সন্ত্রাসী আনিসুরের বাবার উপর আক্রমণ করে। এ সময় আনিসুর বাবাকে বাচাতে গেলে সন্ত্রাসী- ভূমিদস্যুরা তাকে মাটিতে ফেলে তার চোখের উপর বাশের খোচা দিয়ে হানা দেয়।পরে আহত অবস্থায় আনিসুরকে রংপুরে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে তার চোখের আরো অবনতি ঘটলে পরে সে নেপাল ও ভারত থেকে চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু তার চোখ আর সে ফিরে পায় নি বর্তমানে এক চোখ ছাড়াই চলতে হচ্ছে আনিসুরকে।ঘটনার পর আনিসুরের বাবা বাদি হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।বর্তমানে মামলাটি লালমনিরহাট জেলা আদালতে চলমান আছে।তবে আনিসুর জানায়, তার চোখ যে ভূমিদস্যুরা তুলে নিয়েছিলো তারা এখন জামিনে আছে এবং তাকে ও তার পরিবারকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বাউড়া,লালমনিরহাট এর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসামিদের জামিন বাতিল চেয়ে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধনে ছাত্রসমাজ ছাড়াও বাউড়া পূনম চাঁদ ভূতোরিয়া কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী আনিসুরের সহপাঠীরা অংশ নেয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারক লিপি দেয় তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, জামিন দেয়া না দেয়া সেটি সম্পুন্ন আদালতের বিষয়। এ বিষয়ে বাউড়া এলাকার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষে থেকে একটি অভিযোগ পেয়েছি।