মাশরাফিকে দেশের মাটিতে বিদায় দেবে বিসিবি

বিশ্বকাপ চলাকালীন গুঞ্জন উঠেছিল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে। এরপর সে গুঞ্জন আরও তীব্র হয় বিশ্বকাপে তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হলে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মাশরাফি জানিয়ে দেন এটা তার শেষ বিশ্বকাপ হলেও তিনি এখনই অবসর নিচ্ছেন না।
ক্যারিয়ারের শেষ লগ্নে প্রতিনিয়তই অবসর নিয়ে সাংবাদিক ও এ দেশের ক্রিকেট সমর্থকদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মাশরাফিকে। এর আগে লন্ডনে বসে বলেছিলেন, এখনই অবসরের চিন্তা নেই তার। এরপর দেশে ফিরেও উত্তর দিতে হয় একই প্রশ্নের। উত্তরে দেশের হয়ে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছার কথা জানান তিনি।
শুধু মাশরাফিই নয়, তার অবসর নিয়ে নানা সময় কথা বলতে হয় বিসিবির সাথে সম্পৃক্ত অনেককেই। এবার মাশরাফির অবসর নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হসান পাপন। তিনি জানান, ‘দেশের মাটিতে সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় জানাতে চায় বিসিবি।’
এছাড়া প্রধান কোচ স্টিভ রোডসকে নিয়েও কথা বলেন পাপন। তিনি জানান, ‘স্টিভ রোডস অধ্যায় এখন শেষ নয়, কত দিন থাকবেন সেটি তিনি জানাবেন।’