ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আজ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও শুরুর একাদশে জায়গা পাননি জামাল। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় মূল একাদশের বাইরে ছিলেন তিনি। এবার ভুটানের বিপক্ষের ম্যাচেও একাদশের বাইরে রয়েছেন তিনি। জামালের অবর্তমানে অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকবে তপু বর্মনের হাতে।
ফিনল্যান্ডের সেনাবাহিনীতে যোগ দেওয়ার কারণে রক্ষণের অন্যতম ভরসা তারিক কাজিও দলের বাইরে আছেন।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা
ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ
মিডফিল্ডার: মো. হৃদয়, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র
ফরোয়ার্ড: ফয়সাল ফাহিম, রাকিব ও মোরসালিন।