লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বিষধর সাপের কামড়ে প্রথম শ্রেনীর শিক্ষার্থী বন্দিতা রানী রায় (৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে জগতবেড় ইউনিয়নের পাটেরডাংগা গ্রামের নিজ বাড়িতে শিশুটির মৃত্যুর ঘটনাটি ঘটে। শিশু শিক্ষার্থী বন্দিতা রানী রায় উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর (দো্লাইটারী) গ্রামের বাসিন্দা শ্রী বলেন চন্দ্র রায়ের মেয়ে। আর এই ইউনিয়নের পাটেরডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পাটেরডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের পাটেরডাংগা গ্রামের বাড়িতে শিক্ষার্থী বন্দিতা রানী রায় তার বিদ্যালয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাড়ির ঘরে রাখা কাঠের শোকেসটির কাঁচ ভেঙে (আগেই) যাওয়া সেই খোলা শোকেস থেকে তেলের শিশি(বোতল) বের করতে যায় ওই শিক্ষার্থী। এ সময় শোকেসের ভিতরে থাকা একটি বিষধর সাপ বের তার পায়ে ছোবল দেয় । এতে শিক্ষার্থী বন্দিতা রানী রায় আহত হন। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে নিয়ে আসার আগেই (পথিমধ্যে) নিষ্পাপ শিশুটি মৃত্যুর কোলে ঢলে মারা যান।ফলে শিশূ শিক্ষার্থী বন্দিতা রানী রায়ের মৃত্যর খবরে বিদ্যালয় ও ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
পাটগ্রাম উপজেলার প্রাথমিক শিক্ষা কাযালয়ের সহকারি শিক্ষা কমকতা বুলবুল আহম্মেদ সাপের কামড়ে শিক্ষার্থী বন্দিতা রানী রায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।