Main Menu

বরিশাল মুলাদীতে দূধর্ষ ডাকাত ও একাধিক মামলার আসামী গ্রেফতার

বরিশাল জেলার মুলাদী উপজেলার চরনাজিরপুর গ্রামের ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার আসামি পলাশ ভূইয়াকে গ্রেফতার করেছে মুলাদী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানার তদন্ত ওসি ফয়েজ আহম্মেদ এর নেতৃত্বে এএসআই সবুজ সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক একাধিক মামলার আসামী দূধর্ষ ডাকাত পলাশ ভূইয়া(৪০) কে গ্রেফতার করেন। বুধবার সকাল ১০টার সময় তার নিজ বাড়ি থেকে ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। দুর্ধর্ষ ডাকাত পলাশ উপজেলার চরনাজিরপুর গ্রামের বাসিন্দা বাদশা ভূইয়ার ছেলে।

গ্রেফতারকৃত পলাশ ভূইয়ার নামে দামুরহুদা থানায় মামলা নং-৪৮, মুলাদী থানায় মামলা নং-১২, শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার মামলা নং-০৩, মাদারীপুর জেলার কালকিনি থানার মামলা নং ০৬, সহ একাধিক মামলা রয়েছে বলে মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল হাসান জানান।


News Room - Click for call